সোমবার, ২০ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দরবারে মূসাবীয়ার ৭৭ তম পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত আনোয়ারায় মাজার মসজিদের  জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইউসেপ স্কুলে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের জয় ডাক্তার সেজে আইসিইউতে ল্যাব টেকনিশিয়ান বাকলিয়া থানার বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম পরিবহন থেকে চাঁদাবাজির সময় ৩০ জন গ্রেপ্তার সীতাকুণ্ড ডিসি পার্কে হয়ে গেল ঐতিহ্যবাহী সাম্পান বাইচ বোয়ালখালী জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে : আইজিপি

কুষ্টিয়া শিমুলিয়ায় ব্যবসায়ীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

 

কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়ায় আব্দুল মান্নান মিয়া নামে এক ব্যবসায়ীর ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে
একই এলাকার আনিসুর রহমান ও মোন্তাজ আলীর বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মান্নান মিয়া কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার চান মিয়ার ছেলে। অভিযুক্ত আনিসুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আমদ আলীর ছেলে এবং মোন্তাজ আলী করবহাট গ্রামের মৃত মুনসুর বিশ্বাসের ছেলে।

ভুক্তভোগীদের অভিযোগ অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মান্নান জানান, কুষ্টিয়া জেলার সদর থানাধীন ৪৩ নম্বর শিমুলিয়া গ্রামের জলিল মেম্বারের পুকুরের পাশে শিমুলিয়া মৌজার এস এ ১৭৯৭, আর এস ২৩৯ নম্বর খতিয়ানের রেকর্ডিয় প্রাজা আতাউল হক জোয়ার্দার দিং এর নিকট হতে এলামন নেছা গত ১০/১০/১৯৬২ইং তারিখে সদর সাব রেজিষ্ট্রি অফিস হতে ৪৫২০ নম্বর খোস কবলা দলিল মূলে ক্রয় করেন। তিনি দখলদার থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে। তার একমাত্র ওয়ারেশ কন্যা মিসেস শামস জেরিন তার মাতার ওয়রেশ সুত্রে উক্ত সম্পত্তির মালিক হন। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি কুষ্টিয়া সদর অফিস থেকে ৪৩২৬খতিয়ানে ১১২৭২ নম্বর হোল্ডিং এ ৬১০৪/৯-১/১১-১২ নম্বর

খারিজকেসে খারিজ করিয়া মালিক হয়ে ভোগ দখল করতে থাকেন।মিসেস জেরীন উক্ত সম্পত্তি ১৯/২/২০১৫ইং তারিখে ১৭৬৫ নম্বর খোস কবলা দলিল মূলে এক নম্বর সাক্ষী বদির উদ্দিন ও আহমেদ আলীর নিকট ০.৬৪০০ একর সম্পত্তি বিক্রয় করেন। পরবর্তীতে ক্রেতা বদির উদ্দিন ও আহমেদ আলী তাদের নিজ নামীয় সম্পত্তি গত ১৭/৮/২০২২ ইংরেজি তারিখে ৫৭৫৬/২০২২নম্বর দলিল মূলে ব্যবসায় আবদুল মান্নান মিয়া ও শুকুর মোল্লার নিকট বিক্রি করেন।
পরবর্তীতে ব্যবসায় আবদুল মান্নান মিয়া ও শুকুর মোল্লা উক্ত ক্রয়কৃত সম্পত্তি নামজারী করেন। যার কেস নং ৪৬৪৪/২২-২৩।যার খতিয়ান নং ১০৩০২। এবং হোল্ডিং নং১৩২৫৮। এছাড়া উক্ত ক্রয়কৃত সম্পত্তির খাজনা ১৩৪০বাংলা সাল পর্যন্ত পরিশোধ।
উক্ত কয়টিতে সম্পত্তির বর্তমান মালিক ব্যবসায়ী আবদুল মান্নান মিয়া সকল প্রক্রিয়া শেষ করে জমি বুঝে নেন। জমিটি কুষ্টিয়া সদর থানা শিমুলিয়া মৌজা জে এল নম্বর আরএস ৪৩,খতিয়ান নম্বর এসএ ১৭৯৭,খতিয়ান নম্বর এসএ ১৭৯৭,আরএস খতিয়ান নম্বর ২৩৯,মোট জমি ৪৪শতক। জমিটি ক্রয়ের কিছুদিন পর থেকে আসামী আনিসুর রহমান ও মোন্তাজ আলী যোগসাজেশে ব্যবসায় আবদুল মান্নানের ক্রয়কৃত জমির দখলের চেষ্টা করেছেন। উক্ত জমির ক্রয় কৃত মালিক আব্দুল মান্নান মিয়া অভিযোগ করেন, ভূমিদস্যু আনিসুর রহমান ও মোন্তাজ আলীর প্রভাব খাটিয়ে তার ক্রয়কৃত সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করছেন। এবিষয়ে আনিসুর রহমানের সথে কথা বললে তিনি বলেন আমি এই বিষয়ে কোনো কথা বলবো না যা হবে কোর্টে হবে, বিষয়টি নিয়ে তিনি কুষ্টিয়া সদর উপজেলা ভূমিক কর্মকর্তা সুযোগ্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ ও তাদের সহযোগিতা কামনা করেন। ভুক্তভোগী আব্দুল মান্নান মিয়া এখন লোকের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত