সোমবার, ২০ মে ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দরবারে মূসাবীয়ার ৭৭ তম পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত আনোয়ারায় মাজার মসজিদের  জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইউসেপ স্কুলে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের জয় ডাক্তার সেজে আইসিইউতে ল্যাব টেকনিশিয়ান বাকলিয়া থানার বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম পরিবহন থেকে চাঁদাবাজির সময় ৩০ জন গ্রেপ্তার সীতাকুণ্ড ডিসি পার্কে হয়ে গেল ঐতিহ্যবাহী সাম্পান বাইচ বোয়ালখালী জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে : আইজিপি

বাকলিয়া থানার বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

 

এস এম মঈনুদ্দীন (চট্টগ্রাম)
বন্দর নগরী চট্টগ্রাম বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্য সহ চট্টগ্রাম ও মীরসরাই এলাকা হতে সর্বমোট ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার স্পেশাল টিমের চৌকশ অফিসার এস আই আনোয়ার হোসেন দিনভর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার সহ তাদের দেয়া তথ্যানুসারে বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত মোটরসাইকেল গুলো উদ্ধার করেন।
থানা সুত্রে জানাযায় চট্টগ্রাম বাকলিয়া থানাধীন তুলাতলী ব্রিজ সংলগ্ন রাজাখালী গলির প্রবেশ মুখে পাকা রাস্তার উপর দুইজন লোক চোরাই মোটর সাইকেল বেচাকেনা করার জন্য অবস্থান করছে জানতে পেরে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিনের নির্দেশনায় বাকলিয়া থানার চৌকশ অফিসার এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার এ এস আই বনতোষ বড়য়া,এ এস আই মমতাজ আলম,মোঃ শওকত হোসেন, ফজলে আহম্মদ, মোঃ রফিকুল ইসলাম, সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে চট্টগ্রাম ভুজপুর থানাধীন দাতমারা ইউনিয়নের বাচ্চু মিয়ার বাড়ির বাসিন্দা নুর নবী বাচ্চুর পুত্র মোঃ সাদ্দাম হোসেন ও একই ইউনিয়নের ৩৮নং ওয়ার্ডে মাছ বেপারী ননার বাড়ির বাসিন্দা শহিদুল আলমের পুত্র মোঃ সায়েম আহম্মদ ওরফে ছায়েম কে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি হলুদ রংয়ের ইয়ামাহা FZS মোটর সাইকেল এবং একটি কালো-সবুজ ইয়ামাহা FZ-S মোটর সাইকেল দুটির বৈধ কোন কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাড়ি দুটি চোরাইকৃত বলে স্বীকার করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মীরসরাই বাজারের উত্তর পাশে বিছমিল্লাহ এন্টারপ্রাইজ ফার্নিচার দোকানের পিছন হতে একটি নাম্বারবিহীন লাল-কালো রংয়ের ১৫০ সিসি’র পালসার মোটর সাইকেল, একটি নীল রংয়ের ইয়ামাহ্য FZ-S কার্গোডার ভার্সন এর মোটর সাইকেল, সহ মীরসরাই থানাধীন মীরসরাই পেট্রোল পাম্পের পাশে মক্কা হোটেলের সামনে পাকা রাস্তার উপর হতে আরো এক টি নাম্বার বিহীন লাল-কালো রংয়ের পালাসর মোটর সাইকেল সহ মীরসরাই ১৯নং ইউনিয়ন -মির্জাপাড়া গ্রামে পশ্চিম খৈয়াছড়া ওমর আলী সারেং বাড়ীর বাসিন্দা মুহিবুল হক মুজিবের পুত্র শরীফুল ইসলাম মুন্না নামে আরো একজনকে গ্রেপ্তার করেন।
আসামীগণ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং পরস্পর যোগসাজসে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থান হইতে দীর্ঘদিন ধরে চোরাই মোটর সাইকেল সংগ্রহ করে বেচা-কেনা করার কথা স্বীকার করায় তাদের বিরুদ্ধে পেনাল কোড-৪১৩/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার চৌকস অফিসার এস আই আনোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত