সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দরবারে মূসাবীয়ার ৭৭ তম পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত আনোয়ারায় মাজার মসজিদের  জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইউসেপ স্কুলে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের জয় ডাক্তার সেজে আইসিইউতে ল্যাব টেকনিশিয়ান বাকলিয়া থানার বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম পরিবহন থেকে চাঁদাবাজির সময় ৩০ জন গ্রেপ্তার সীতাকুণ্ড ডিসি পার্কে হয়ে গেল ঐতিহ্যবাহী সাম্পান বাইচ বোয়ালখালী জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে : আইজিপি

কর্ণফুলীতে বিদ্যুতের আগুনে পুড়লো ১৩ বসতঘর , ১কোটি টাকার ক্ষতি

সাইফুল ইসলাম সবুজ,কর্ণফুলী প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মির্জা গুষ্টি এলাকায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মির্জা গুষ্টির এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে যায় ১৩ টি ঘর।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসা কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মামুনুর রশিদ বলেন, জরুরি ভিত্তিতে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য।
ক্ষতিগ্রস্তদের দেখতে আসেন,শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান মো:জাহাঙ্গীর আলম

চাক্তার লামা বাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বৈদ্যতিক শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মির্জা গুষ্টি এলাকায় আগুনে ১৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে আগুনে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মির্জা গুষ্টির এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে যায় ১৩ টি ঘর।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসা কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মামুনুর রশিদ বলেন, জরুরি ভিত্তিতে থাকা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য।

চাক্তার লামা বাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বৈদ্যতিক শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত