রবিবার, ১৯ মে ২০২৪, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
দরবারে মূসাবীয়ার ৭৭ তম পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত আনোয়ারায় মাজার মসজিদের  জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ইউসেপ স্কুলে নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের জয় ডাক্তার সেজে আইসিইউতে ল্যাব টেকনিশিয়ান বাকলিয়া থানার বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম পরিবহন থেকে চাঁদাবাজির সময় ৩০ জন গ্রেপ্তার সীতাকুণ্ড ডিসি পার্কে হয়ে গেল ঐতিহ্যবাহী সাম্পান বাইচ বোয়ালখালী জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশন শুরু ডাঙ্গারচর নৌ-তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে : আইজিপি

অবহেলিত ২নং দাঁতমারা ইউনিয়ন উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে জনপদ : এলাকাবাসীর মুখে প্রশান্তির হাওয়া

২নং দাঁতমারা ইউনিয়নের উন্নয়নের রুপকার চেয়ারম্যান জানে আলম

 

মোঃ মাইন উদ্দিন,চট্টগ্রাম বিভাগীয় প্রধান :

ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চল ২নং দাঁতমারা ইউনিয়ন গত কয়েক বছর আগেও রাস্তাঘাট,স্কুল-কলেজ,মসজিদ-মাদ্রাসা ছিল অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায়। এক সময়কার অবহেলিত ২নং দাঁতমারা ইউ‌নিয়নে এখন উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে।

ডিজিটাল প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর এই দিকনির্দেশনা বাস্তবে রূপ দিতে সারাদেশের মতো উন্নয়নের ছোঁয়া লেগেছে দাঁতমারা ইউনিয়নে। জনগন মোহাম্মদ জানে আলম এর উন্নয়নের কথা ভুলেনি তাই পরপর তিনবার নির্বাচিত করেছেন চেয়ারম্যান।বর্তমানে তিনি ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং
শান্তির হাট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি,দাঁতমারা মাইনুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি, হিয়াকো বনানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত সভাপতি ও ভুজপুর থানা কমিউনিটি পুলিশ কমিটির সেক্রেটারি।

উন্নয়নের ছোঁয়া দেখতে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, জানে আলম চেয়ারম্যান হওয়ার পরপরই অবহেলিত দাঁতমারা ইউনিয়নকে উন্নয়নের দ্বারপ্রা‌ন্তে পৌঁছে দিয়েছেন,যা বিগত দিনে কেউ করতে পারেননি।এলাকার উন্নয়ন হওয়ায় সব শ্রেণি-পেশার মানুষের মনে এখন প্রশান্তির হাসি।২নং দাঁতমারা ইউপির চেয়ারম্যান জানে আলম ইতোমধ্যে কিছু উন্নয়নের চিত্র তুলে ধরা হলো-
সংযোগ রাস্তাসহ এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরসহ দাঁতমারা ইউনিয়নের সকল জায়গায় উন্নয়ন করেছেন।এছাড়া শতাধিক রাস্তা ঘাটের উন্নয়ন কর্মযজ্ঞ উদ্বোধন হয়েছে।দাঁতমারা ইউনিয়ন এখন উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।

গত এক বছরে যেসব প্রকল্প শেষ হয়েছে।
শান্তির হাট উচ্চ বিদ্যালয় ভবন ৫কোটি ২৫ লক্ষ টাকা। হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় ভবন ৩ কোটি ৫০ লক্ষ টাকা।বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভবন ১ কোটি ৩০ লক্ষ টাকা। দাঁতমারা এ বি জেড সিকদার উচ্চ বিদ্যালয় ১ কোটি ৩০ টাকা ভবন তৈরি। মদিনাতুল আরব উচ্চ বিদ্যালয় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। আহসান উলুম দাখিল মাদ্রাসা ৩ কোটি ৫০ লক্ষ টাকা।হেয়াকো ছুরির সড়ক ১ কোটি ২৫ লক্ষ টাকা। হেয়াকো নতুন পাড়া সড়ক ১কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্পগুলো শেষ হয়েছে।

চলমান প্রকল্পগুলো
দাঁতমারা বালুটিলা ভায়া জিলতলী সড়ক কার্পেটিংশান্তির হাট থেকে বড়ই তুলি সড়ক, কাঞ্চনা-বেতুয়া ও মোহাম্মদপুর খন্দকার পাড়া সড়কের ব্রিক সলিং নির্মাণ,
কাঞ্চনা থেকে বড়ই তুলি ব্রিজ, হেয়াকো বাংলা পাড়া সড়কের উন্নয়ন কাজ চলমান আছে।
জানে আলম বলেন,জনগণ আমাকে ভালোবেসে পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত করেছেন।জনগনের স্বপ্ন পূরণ করার সংকল্প গ্রহণ করে সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন :

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত